| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত থানার ভেতরে ৯ বছরের শিশুকে বলাৎকার


থানার ভেতরে ৯ বছরের শিশুকে বলাৎকার


রহমত ডেস্ক     06 April, 2022     11:25 AM    


সাভারে থানার কনফারেন্স রুমে নয় বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক ঝাড়ুদারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে বলাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন। এর আগে গত ২৯ মার্চ বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম শেখ রস্তম আলী (৫৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আরকান্দি গ্রামের নুরু আলীর ছেলে। দীর্ঘ ১৫ বছর ধরে সাভার থানার ঝাড়ুদার হিসেবে কাজ করতেন তিনি।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ২৯ মার্চ বিকেলে থানার পাশে ঘোরাঘুরি করছিল ভুক্তভোগী শিশু। এ সময় তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাভার মডেল থানার কনফারেন্স রুমে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ সময় ওই শিশু বাসায় গিয়ে পরিবারের সদস্যদের ঘটনা খুলে বলে। একই দিন রাতেই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পরদিন আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আবার আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আসামিকে কারাগারে প্রেরণ করেন আদালত।