রহমত ডেস্ক 06 April, 2022 04:24 PM
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (০৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ১১ জন।
নিহতের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, টাঙ্গাইলের নাগরপুরের নিশ্চিতপুর এলাকার হাফিজুর রহমান (৩৫) ও তার মা হাসেনা বেগম (৫০)।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহত ১১ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, দুপুরে নাগরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাফিজুর ও তার মা হাসেনা নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ বাসটি জব্দ করেছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর