| |
               

মূল পাতা ইসলাম মাত্র ৯ মাসে পুরো কুরআন মুখস্থ করলো বগুড়ার শিশু মুনতাসীর


মাত্র ৯ মাসে পুরো কুরআন মুখস্থ করলো বগুড়ার শিশু মুনতাসীর


রহমত ডেস্ক     03 April, 2022     11:29 AM    


মাত্র ৯ মাসে পুরো কুরআন হিফজ (মুখস্থ) করেছে বগুড়ার নয় বছরের শিশু মুয়াজ মুনতাসীর। সে শহরের নিশিন্দারা উপশহরে ঐতিহ্যবাহী তানযীমুল উম্মাহ মাদ্রাসার চতুর্থ শ্রেণি ও হেফজ বিভাগের শিক্ষার্থী।

মুয়াজ মুনতাসীর কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের ডেপুটি প্লান্ট ম্যানেজার প্রকৌশলী ফজলুল হক ও গৃহিণী সাইয়েদা লামিয়া সিদ্দিকার ছেলে। তারা খুলনার শিপইয়ার্ড লবণচরা ইসলামপাড়ার বাসিন্দা হলেও বর্তমানে বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে বসবাস করছেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ্ আলম জানান, মুয়াজ মুনতাসীরের ঐকান্তিক ইচ্ছা ও হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আরিফুল ইসলামসহ অন্য শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় এ সাফল্য এসেছে। মহান আল্লাহ মাত্র নয় মাস সাত দিনে (ছুটি বাদে) তাকে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার তৌফিক দান করেছেন।