রহমত ডেস্ক 03 April, 2022 06:44 AM
টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসত ঘর পুড়ে গেছে। এই আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে বাড়ির মালিক জানিয়েছেন।
রোববার (০৩ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর এলাকায় বাদল খানের বাড়িতে আগুন লাগার এ ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাদল খানের বাড়িতে এলপিজি গ্যাসের একটি বোতল লিক হয়ে হঠাৎ ফেটে যায়। মুহূর্তের মধ্যে আগুনের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। একে একে ২০ ঘরে আগুন লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়। এ সময় ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসও সিভিল স্টেশনের অফিসার মো. বেলায়তে হোসেন বলেন, এলপিজি সিলিন্ডার গ্যাসের বোতল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।