মূল পাতা শিক্ষাঙ্গন গুচ্ছতে ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না ইবি শিক্ষকরা
রহমত ডেস্ক 03 April, 2022 10:21 PM
ইসলামী বিশ্ববিদ্যালয়-ইবি শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নিলে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না।
আজ (৩ এপ্রিল) রবিবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় ইবি শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু করা হয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। পরীক্ষা শেষে ভর্তির সময় শিক্ষার্থীদের পদে পদে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। গুচ্ছ ভর্তি কার্যক্রমে দীর্ঘসূত্রিতা একটি মারাত্মক সমস্যা। অনেক বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি কার্যক্রম চলমান। ইবিতে বিশেষায়িত একটি ইউনিট নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়, যা সামগ্রিক ভর্তি প্রক্রিয়ার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই পৃথক ভর্তি পরীক্ষার পক্ষে ইবি শিক্ষক সমিতি।