| |
               

মূল পাতা আন্তর্জাতিক সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে


সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে


আন্তর্জাতিক ডেস্ক     01 April, 2022     10:47 PM    


সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার দেশটিতে প্রথম রোজা পালন হবে। আজ শুক্রবার (০১ এপ্রিল) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে গালফ নিউজ ও আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়,  সৌদি আরবের চাঁদ দেখা কমিটি পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে পেয়েছে । আগামীকাল (শনিবার) রোজা পালন করা হবে।

বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা জানা যাবে শনিবার সন্ধ্যায়। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটি শনিবার সন্ধ্যায় সভায়  বসবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি ফরিদুল হক খান।

শনিবার সন্ধ্যায় ১৪৪৩ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার থেকে রোজা শুরু হবে। সে ক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা ২০ রাকাত তারাবি নামাজ পড়বেন এবং শেষ রাতে প্রথম সাহরি খাবেন।