মূল পাতা মুসলিম বিশ্ব মালয়েশিয়ায় দুইবছর পর জুমার নামাজে মুসল্লিদের ঢল
মুসলিম বিশ্ব ডেস্ক 01 April, 2022 06:11 PM
বিধিনিষেধ প্রত্যাহার করায় দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জুমার নামাজে মসজিদে উপস্থিত হতে পেরেছেন মুসল্লিরা। আর এতে মসজিদে মসজিদে ঢল নেমেছে মুসল্লিদের। করোনা মহামারির কারণে গত দুই বছরেরও বেশি সময় মুসল্লিরা মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে পারেননি। দীর্ঘদিন পর বিধিনিষেধ প্রত্যাহার করে দেশটির সরকার।
জাতীয় মসজিদ নেগারাসহ দেশের প্রায় সব মসজিদেই মুসল্লিদের ঢল নামে এদিন। আজানের আগে থেকেই মসজিদগুলোয় জড়ো হতে থাকেন মুসল্লিরা। প্রায় প্রত্যেকটি মসজিদেই ভেতরে জায়গা না পেয়ে বাইরের আঙিনায় মুসল্লিরা নামাজ আদায় করেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। জুমার খুতবায় রোজার মাসের ফজিলত, জাকাত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দীর্ঘদিন পর মসজিদে জামাতে জুমা আদায় করতে পেরে আল্লাহ্ শুকরিয়া আদায় করা হয়।