| |
               

মূল পাতা সারাদেশ কক্সবাজার উপকূলে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার


কক্সবাজার উপকূলে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার


রহমত ডেস্ক     01 April, 2022     08:54 AM    


বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় ১৭ জেলেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে একটি অজ্ঞাত বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে জেলেদের চিৎকার শুনে উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। প্রথমে ১০ জন ও রাত সাড়ে ৯টা পর্যন্ত ট্রলারে থাকা মোট ১৭ জনকে উদ্ধার করা হয়।

ট্রলারের মালিক জয়নাল আবেদীন জানান, ১৭ জন জেলে মাছ ধরার জন্য সাগরে যাচ্ছিলেন। নাজিরারটেক চ্যানেলে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায়। পানি ঢুকে ট্রলারটি ডুবে যেতে থাকলে জেলেদের চিৎকারে আশপাশে থাকা অন্য নৌকার জেলেরা তাদের উদ্ধার করে।

ট্রলারটির মাঝি রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহের জন্য গভীর সাগরে মাছ আহরণে যাচ্ছিলাম। পথে চ্যানেলটিতে পৌঁছার পর বড় একটি ধাক্কা লাগে। এরপর ট্রলারটিতে পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং ট্রলারডুবি ডুবে যায়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার সদর