| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ৮৮ বছর পর আয়া সোফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তারাবির নামায


৮৮ বছর পর আয়া সোফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তারাবির নামায


মুসলিম বিশ্ব ডেস্ক     31 March, 2022     11:52 AM    


আসন্ন মাহে রমজানে ৮৮ বছর পর তারাবির নামায অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে। এ ছাড়া রমজান মাস উপলক্ষে মসজিদটিতে থাকছে বেশ কিছু বিশেষ আয়োজন।

আয়া সুফিয়া মসজিদকে ১৯৩৪ সালে জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং ২০২০ সালে এটি আবারও মসজিদের মর্যাদা ফিরে আনেন তুরস্কের প্রভাবশালি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পরে এটিকে একই বছরের ২৪ জুলাই নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু কোভিড-১৯ বিধিনিষেধের কারণে তারাবির নামায অনুষ্ঠিত হয়নি এখনো। তবে এবছর আসন্ন মাহে রমজানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারাবির নামায।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে তুরস্কে কোভিড-১৯ বিধিনিষেধের অংশ হিসেবে সংক্রমণের ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল। কিন্তু অধিকাংশ জনগণের টিকাদান সম্পন্ন হওয়ায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে এবং সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই মুসলমানদের জন্য বছরের সবচেয়ে পবিত্র মাস পবিত্র মাহে রমজানে মসজিদটি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

আয়া সোফিয়া তুরস্কের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি এবং এটি দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।

সূত্র : আনাদোলু