| |
               

মূল পাতা সারাদেশ খুলনায় সড়ক দুর্ঘটনায় মোবাইল কোম্পানীর দুই কর্মকর্তা নিহত


খুলনায় সড়ক দুর্ঘটনায় মোবাইল কোম্পানীর দুই কর্মকর্তা নিহত


রহমত ডেস্ক     31 March, 2022     11:40 AM    


খুলনায় সড়ক দুর্ঘটনায় সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানীর দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন কর্মকর্তা। 

নিহতরা হচ্ছেন- খানজাহান আলী থানার ইস্টার্ণ গেট গাবতলা এলাকার রহমান শেখের ছেলে আলাউদ্দিন শেখ (৩০) ও আটরা গিলাতলা এলাকার মো. আরজু আল চয়ন (২৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন গাবতলা এলাকার আনসার আলীর ছেলে হামিদুর রহমান (২৮)।

বুধবার (৩১ মার্চ) রাত ১১ টার দিকে নগরীর শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই তিন জনই সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানীর সেলস অফিসার হিসেবে কর্মরত। প্রতিদিনের মতো ডিউটি শেষে তারা একই মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত ১১ টার দিকে আবু নাসের স্টেডিয়ামের কাছে পৌঁছালে হঠাৎ একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান বাম দিকে টার্ন নেয়। এ সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে তিনজন সড়কে ছিটকে পড়েন। দুইজনের শরীরের ওপর দিয়ে কাভার্ডভ্যানের চাকা চলে যায়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে খুলনা সদর ফায়ার সার্ভিসের সদস্য ও আশপাশের মানুষ ছুটে আসেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে আলাউদ্দিন ও চয়ন নামে দুই জনের মৃত্যু হয়। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা খুলনা দিঘলিয়া