| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন রমযানে মারকাযুদ দিরাসায় ইসলামী ইতিহাস কোর্সে ভর্তি চলছে


রমযানে মারকাযুদ দিরাসায় ইসলামী ইতিহাস কোর্সে ভর্তি চলছে


বেলায়েত হুসাইন     30 March, 2022     07:35 PM    


আসন্ন রমযান উপলক্ষে রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় ইসলামী ইতিহাস বিষয়ক ব্যতিক্রমী একটি কোর্সের আয়োজন করা হয়েছে। ১ লা রমযান থেকে শুরু হতে যাওয়া এ কোর্সে ইতোমধ্যে ভর্তি নেয়া শুরু হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে ছাত্র ভর্তি নেয়া হবে। 

কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট ইতিহাস গবেষক মাওলানা ইমরান রাইহান। এছাড়া কোর্সে আরো প্রশিক্ষণ দান করবেন মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী, নাজেমে তালীমাত মুফতী রায়হান আনওয়ার ও সিনিয়র শিক্ষক মুফতী যোবায়ের খান।  প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোর্সের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। ১৫ রমযান পর্যন্ত কোর্সটি চলবে। 

কোর্সে যেসব বিষয় পাঠদান করা হবে-
ক. ইতিহাস শাস্ত্রের প্রয়োজনীয়তা ও মূলনীতি, ইতিহাসবিদদের পরিচয় ও তাদের রচনার ধারা।
খ. ইতিহাসের বই থেকে উপকৃত হওয়ার মাধ্যম, নকদুত তারীখ। 
গ. সীরাহ ও ফিকহুস সীরাহ।
ঘ. খেলাফতে রাশেদা। 
ঙ. মুশাজারাতে সাহাবাহ।
চ. উমাইয়া খিলাফাহ। 
ছ. আব্বাসী খিলাফাহ।
জ. জেংগি, আইয়ুবী ও মামলুক সাম্রাজ্য। 
ঝ. আন্দালুস, সিসিলি, মুরাবিতীন ও মুওয়াহহিদীন সাম্রাজ্য।
ঞ. উসমানী সাম্রাজ্য, ক্রুসেড, তাতার। 
ট. ভারত উপমহাদেশ ও বাংলাদেশের ইতিহাস।

নিয়মাবলী :  সংশ্লিষ্ট কিতাব ও বিছানাপত্র সাথে আনতে হবে। অনলাইনেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। কোর্স ফি : ২০০০ টাকা। আসন সংখ্যা সীমিত। এছাড়া প্রতিষ্ঠানটির আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলবে ১৫ রমযান থেকে ১৫ শাওয়াল পর্যন্ত (কোটা পূরণ সাপেক্ষে)।

মাদরাসার নিয়মিত বিভাগ সমূহ : 
১। ইফতা। 
২। উলুমূল হাদীস।
৩। মাদানী নেসাব (চতুর্থ বর্ষ)।
৪। কিতাব বিভাগ (শরহে বেকায়া)।
৫। হিফয।
৬। নূরানী-নাযেরা।
৭। মক্তব-কিন্ডার গার্টেন।

যোগাযোগ : ৮৮১, পূর্ব কাজীপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬। মোবাইল :০১৭১২-৯৭৬১৫৮, ০১৭ ৪০ ৫০ ৭০ ১০, ০১৭৬০২৫৪৬৮৯, ০১৯১৩-৯৮৩৬৯৩