মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস ৪ দিন পর করোনায় আবারও মৃত্যু, শনাক্ত ৮১
রহমত ডেস্ক 28 March, 2022 08:01 PM
দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৫১তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৯ জন।
এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮১ জন। শনাক্তের হার দশমিক ৮৬ শতাংশ। আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৪৩ জন।
এর আগে, ২৭ মার্চ ১৩ বারের মতো, ২৬ মার্চ ১২ বারের মতো, ২৫ মার্চ ১১ বারের মতো, ২৪ মার্চ দশম বারের মতো, ২২ মার্চ নবম বারের মতো, ২১ মার্চ অষ্টম বারের মতো, ১৯ মার্চ সপ্তমবারের মতো, ১৭ মার্চ ষষ্ঠবারের মতো, ১৬ মার্চ পঞ্চমবারের মতো ও ১৫ মার্চ চতুর্থবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ।
এছাড়াও গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) নয় হাজার ৩৯৭টি পরীক্ষায় ৮১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৮৬ শতাংশ।তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯১ লাখ ৫৭ হাজার ৬৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৩৯ হাজার ৭০৪টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ৬৪৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৯৯৩ জনসহ মোট ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ।