মূল পাতা আন্তর্জাতিক চীনের সবচেয়ে বড় নগরীতে ৯ দিনের লকডাউন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক 28 March, 2022 10:09 AM
চীনের সবচেয়ে বড় নগরী সাংহাইয়ে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা মহামারি শুরুর দু’বছরেরও বেশি সময় পর এ সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।
সাংহাইয়ে দুই ধাপে ৯ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শহরটির পূর্বাঞ্চলে সোমবার (২৮ মার্চ) থেকে ১ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। আর পশ্চিমাঞ্চলে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। এ সময় কর্তৃপক্ষ গণ-নমুনা পরীক্ষা চালাবে। নগরীর গণপরিবহন, বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ থাকবে। তবে দাফতরিক কাজকর্ম বাড়ি থেকেই সারতে হবে বলে জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী সাংহাইয়ে প্রায় এক মাস ধরে করোনা সংক্রমণের নতুন ঢেউ চলছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হওয়া এড়াতে এতোদিন লকডাউন আরোপ করা হয়নি।