| |
               

মূল পাতা জাতীয় শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছি: শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছি: শিক্ষামন্ত্রী


রহমত ডেস্ক     25 March, 2022     06:49 PM    


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছি। আমাদের শিক্ষাব্যবস্থা খুব নিরানন্দময় হয়ে গিয়েছিল। শিক্ষা মানেই শুধু পরীক্ষার চাপ, শুধুই সনদপ্রাপ্তি হয়ে গিয়েছিল।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ভাটেরচর দে. এ মান্না পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের তিন-চতুর্থাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হওয়া শিক্ষার্থীরা যেন চাহিদা অনুযায়ী কাজের যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য কারিকুলামে পরিবর্তন আনা হতে পারে।’

তিনি বলেন, যে শিক্ষার্থী অনার্স কিংবা ডিগ্রি নিয়ে বের হবে সে যেনো কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হয়, সে বিষয়টি নিয়ে কাজ করছি। তার যেনো চাকরি পেতে সমস্যা না হয়, সে যেনো উদ্যোক্তা হতে চাইলেও সে যেনো উদ্যোক্তা হতে পারে সে যোগ্যতা নিয়ে বের হতে পারে।