| |
               

মূল পাতা জাতীয় বাংলাদেশ-ওমানের মধ্যে ভিসা মওকুফ চুক্তি সই


বাংলাদেশ-ওমানের মধ্যে ভিসা মওকুফ চুক্তি সই


রহমত ডেস্ক     25 March, 2022     07:33 AM    


কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মওকুফ চুক্তি সই করেছে বাংলাদেশ ও ওমান। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ও মাস্কাটের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালট্যান্ট (এফওসি) বৈঠক শেষে এ চুক্তি সই করা হয়।

পররাষ্ট্র সচিব মসুদ বিন মোমেনের উপস্থিতিতে ঢাকার পক্ষে চুক্তি সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তরুণ ক্রান্তি শিকদার। অন্যদিকে মাস্কাটের পক্ষে চুক্তি সই করেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।

এর আগে দুই দেশের মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। এতে বাণিজ্য, বিনিয়োগ, ফ্লাইট চলাচলের আওতা বাড়ানো, কোভিড সহায়তা নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সকালে ঢাকা পৌঁছান শেখ খলিফা। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।