রহমত ডেস্ক 24 March, 2022 04:22 PM
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণসহ ৮ দফা দাবিতে শিক্ষকদের চলমান অবস্থান ধর্মঘটের সাথে ঐক্যমত পোষণ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ (২৪ মার্চ) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো দলের সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক যৌথ যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবি জানান।
নেতৃদ্বয় বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহও জাতীয়করণের দাবি ন্যায্য ও যৌক্তিক। রেজিস্ট্রেশন পাওয়া মাদরাসাসমূহ এখনও মাদরাসা শিক্ষাবোর্ডের অন্তর্ভুক্ত হতে না পারাটা খুবই দু:খজনক। প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসা শিক্ষক-ছাত্রদের মাঝে বৈষম্যের অবসান ঘটাতে হবে। স্বাধীনতার অর্ধশতাব্দীকাল পরও এধরণের বৈষম্য মেনে নেওয়া যায় না। তাই শিক্ষকদের ৮দফা দাবি মেনে নিয়ে যুগ যুগ ধরে চলা বৈষম্যের অবসান ঘটাতে সরকারকে অবশ্যই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
এদিকে, বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ-সহ আট দফা দাবিতে ৪র্থ দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। এর আগে গত ২১ মার্চ থেকে তারা কর্মসূচি পালন শুরু করেন। দেশের বিভিন্ন জেলা থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা এ অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন।
ইবতেদায়ি শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, মাদরাসায় পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন পাওয়া মাদরাসাগুলোকে মাদরাসা শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্তিকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসাগুলোতেও উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ডেটাবেজ চূড়ান্ত করা।