নিজস্ব প্রতিনিধি 23 March, 2022 09:19 PM
কারাবন্দী আলেম উলামাদের আইনি সহায়তা ও মুক্তির ব্যাপারে কাজ বেগবান করতে হেফাজতে ইসলাম বাংলাদেশের পাঁচ সদস্যের সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটি সদস্যরা হলেন, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
আজ (২৩ মার্চ) বুধবার সকাল দশটায় চট্টগ্রামস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। হেফাজতে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের নায়েবে আমীর দেওনার পীর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মাওলানা তাজুল ইসলাম, মুফতী মুবারকুল্লাহ, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আইয়ুব বাবুনগরী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, অর্থ সম্পাদক মুফতী মুহাম্মদ আলী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, দাওয়াহ বিষয়ক সম্পাদকমাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী প্রমূখ।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের তাবত মুসলমানদের ধোঁকা দিয়ে গোপনে তাদের সম্মেলন করেছে। কোনো বাঁধা বিপত্তি ছাড়াই এই সম্মেলন করতে পারায় তাদের আস্ফালন বেড়ে গেছে। তারা এখন পঞ্চগড় ও নেত্রকোনায় সাধারন মুসলমানদের জান-মালের উপর হামলা করারমত দুঃসাহস দেখাচ্ছে। তাই অনতিবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করত তাদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে যথাযথা ব্যবস্থা গ্রহণ করে বাজার মূল্যের লাগাম টেনে ধরার জোর দাবী জানানো হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, মাওলানা ফোরকানুল্লাহ ও মাওলানা মোবারকুল্লাহকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর করা হয়। এছাড়া সারা দেশব্যাপী জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
পরিশেষে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা নুরুল ইসলাম জিহাদী রাহমাতুল্লাহি আলাইহিসহ সকল কারাবন্দী আলেম উলামা, দেশ-জাতী ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দু'আ করা হয়। দু'আ পরিচালনা করেন হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।