রহমত ডেস্ক 20 March, 2022 10:01 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায় থেকে দূর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস দূর করে শান্তির সমাজ গঠন করা বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে খেলাফত আন্দোলনের প্রতিটি সদস্যকে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে হবে। হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে রাষ্ট্রপ্রধান থেকে শুরু তৃণমূল পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দিয়েছেন সেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি গ্রাম-মহল্লায় খেলাফত আন্দোলনের কাজ জোরদার করতে হবে।
আজ (২০ মার্চ) রবিবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন কামরাঙ্গীরচর থানা কমিটির জিম্মাদারদের উপস্থিতিতে থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর মাওলানা সাজেদুর রহমান ফয়েজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, থানা সাধারণ সম্পাদক মুফতি আফম আকরাম হোসাইন, মুফতি আল-আমীন, মুফতি জাকির বিল্লাহ, মুফতি জাফর আহমদ, মাওলানা খায়রুজ্জামান হুজাইফী, মাওলানা কামাল উদ্দীন, মুফতি সাইফুল্লাহ নোমানী, মাওলানা ফিরোজ আহমদ, হাফেজ আলআমীন প্রমূখ।