| |
               

মূল পাতা জাতীয় সৌদির সঙ্গে বাংলাদেশের ২ সমঝোতা চুক্তি সই


সৌদির সঙ্গে বাংলাদেশের ২ সমঝোতা চুক্তি সই


রহমত ডেস্ক     16 March, 2022     12:13 PM    


বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কাস্টমস ও ফরেন সার্ভিস একাডেমি পর্যায়ে সহযোগিতার বিষয়ে দুইটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। 

বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের সংলাপের পর এই দুই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

যে দুইটি বিষয়ে সমঝোতা সই হয়, সেগুলো-বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সহযোগিতা স্মারক সই। এছাড়া দুই দেশের মধ্যে কাস্টমস সহযোগিতা চুক্তি সই হয়।

এর আগে আজ সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন। 

মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন।