রহমত ডেস্ক 14 March, 2022 11:33 AM
প্রশাসনেরর কর্মকর্তা ও দলীয় নেতাদের সার্বক্ষণিক বাজার মনিটরিং করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন, পবিত্র রমজান মাস সামনে রেখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে অসাধু চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে চাইছে। তারা তৎপর রয়েছে কৃত্রিম সংকটও সৃষ্টি করতে। কিন্তু কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না।
রোববার (১৩ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা ও দলের শীর্ষ নেতাদের নিয়ে করা এক মতবিনিময় সভায় এসব বলেন তথ্যমন্ত্রী।
অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটই কারসাজি করে দ্রব্যমূল্য বাড়াতে অপচেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, তারা খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। মজুতদারদের কেউ যদি দলের নেতাও হয়, তাদেরও ছাড় দেওয়া হবে না। দলের নাম বিক্রি করলে ব্যবস্থাগ্রহণ করতে হবে।