প্রবাস ডেস্ক 12 March, 2022 06:46 PM
অস্ট্রেলিয়া ডে-সম্মাননা পেলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি কাজী খালেকুজ্জামান আলী। দেশটির মুসলিম কমিউনিটিতে অসামান্য অবদান রাখায় এ বছর ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ প্রদান করা হয় তাঁকে। কাজী খালেকুজ্জামান আলী সিডনির মুসলিম কবরস্থান পরিচালনা কমিটির চেয়ারম্যান। প্রায় ৪০ বছর ধরে সিডনির মুসলমানদের দাফনকাজে সহায়তা করে আসছেন তিনি। অস্ট্রেলিয়ার বিভিন্ন সুশীল নাগরিকের ভালো কাজের সাধুবাদস্বরূপ প্রতিবছর ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে-সম্মাননার তালিকা প্রকাশ করা হয়। এরপর উদ্যাপন করে এ সম্মাননা প্রদান করা হয়।
১৯৮৩ সালে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুসলিম কমিউনিটির জন্য সমাধিস্থল তৈরি করেন বাংলাদেশি বংশোদ্ভূত কাজী খালেকুজ্জামান আলী। রাজ্যের সবচেয়ে বড় সমাধিস্থল রুকউড কবরস্থানে মুসলমানদের দাফনের জন্য একটি অংশ বেছে নিয়েছিলেন তিনি। এছাড়া সিডনির রিভারস্টোন কবরস্থানে মুসলমানদের জন্য আলাদা অংশের ব্যবস্থা করেছেন। পাশাপাশি সিডনির বিভিন্ন সমাধিস্থলে মুসলিমদের জন্য আলাদা দাফনের জমি জুগিয়েছেন। ২০১৮ সালে পশ্চিম সিডনির কেম্পস ক্রেক ক্যাথলিক কবরস্থানে জরুরিভাবে মুসলিমদের দাফনের জন্য ৪ হাজার ৫০০টি কবরের জায়গার ব্যবস্থা করেছেন তিনি।