| |
               

মূল পাতা জাতীয় কোন সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী


কোন সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী


রহমত ডেস্ক     12 March, 2022     08:24 AM    


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধিসহ যতই সংকট আসুক না কেন, বাংলাদেশ তা মোকাবেলা করতে পারবে বলে দৃঢ় প্রত্যয়। করোনা মহামারি বা যুদ্ধ কোন সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না।

শুক্রবার (১১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় সময় রাত আটটায় নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে, ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংযুক্ত আরব আমিরাত সফরের পঞ্চম দিন শুক্রবার আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি তিনি রাশ আল খাইমাতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।