মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানের কাছে দুঃখ প্রকাশ করলো ভারত
আন্তর্জাতিক ডেস্ক 12 March, 2022 03:08 PM
ভারত বলেছে, দেশটি গত সপ্তাহে ‘কারিগরি ত্রুটির’ কারণে দুর্ঘটনাক্রমে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানার জের ধরে পাকিস্তান নয়াদিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার পর গতকাল (শুক্রবার) শেষ বেলায় এই ব্যাখ্যা দিয়েছে ভারত।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার তিন অনুচ্ছেদের একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, “গত ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণ করার সময় কারিগরি ত্রুটির কারণে দৈবক্রমে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। পরে জানা গেছে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূমিতে আঘাত হেনেছে। এটির কারণে আমরা গভীর দুঃখ প্রকাশ করার একইসময়ে এ কারণে সন্তোষ প্রকাশ করছি যে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।” এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।
পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটিতে কোনো অস্ত্র ছিল না এবং এটি রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় মিয়াঁ চান্নু এলাকায় পড়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, এ ঘটনায় পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘিত হয়েছে এবং এর ফলে কোনো যাত্রীবাহী বিমানের ক্ষতি হতে এবং বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন হতে পারত। পাকিস্তান এ ধরনের অবহেলাজনিত দুর্ঘটনার অনাকাঙ্ক্ষিত পরিণতির কথা বিবেচনা করে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধ করার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।
অতীতে সামরিক বিশেষজ্ঞরা বহুবার পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এ ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। দু’দেশের সীমান্তে অবস্থিত কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান এ পর্যন্ত তিনবার বড় যুদ্ধে এবং অসংখ্যবার ছোটখাট সংঘর্ষে লিপ্ত হয়েছে।
-পার্সটুডে