রহমত ডেস্ক 11 March, 2022 07:25 PM
২৮ মার্চ আধাবেলা হরতালের ডাক দিয়েছেন ডা. জাফরুল্লাহ। শুক্রবার (১১ মার্চ) গণস্বাস্থ্য নগর হাসপাতালে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এ সময় খাদ্য নিরাপত্তা দিতে ভিক্ষার মতো রাস্তায় দাঁড় না করিয়ে রেশন প্রাদানের দাবি জানান জাফরুল্লাহ।
তিনি বলেন, কেবল টিসিবির হাতেই নয়, জনগণের হাতে দিন। যে আমদানি করতে চায়, তাকেই পণ্য আমদানি করতে দেওয়া হোক। দ্রব্যমূল্যের দাম জনগণের নাগালের বাইরে চলে গেছে। সকল দলের প্রতি আহবান জানিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ হরতাল পালনের কথা বলেন।
সরকারি নিরাপত্তা বাহিনী যাতে গাড়ি ভেঙে আমাদের উপর দায় না চাপায় সেদিকে কর্মীদের সতর্ক থাকার কথা বলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ।