রহমত ডেস্ক 11 March, 2022 02:59 PM
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নিত্যপণ্যের উৎপাদন-সরবরাহ ভালো, আমদানিতেও কোনো সমস্যা নাই। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের কারসাজি। দায় এড়ালে চলবে না, সরকারকেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
শুক্রবার (১১ মার্চ) সকালে সুনামগঞ্জের একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সিন্ডিকেট ধ্বংস করার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করুন। এটা করতে পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। রমজানকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি হয়ে গেছে। সুতরাং দাম বাড়ানোর কোনো যুক্তি নাই।
এ সময় উপস্থিত ছিলেন জাসদের জেলা সভাপতি এনামুজাম্মান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন প্রমুখ।