রহমত ডেস্ক 10 March, 2022 04:15 PM
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 'ঘৃণীত লোক'। ওবায়দুল কাদের সাহেব, আপনাকে আমি ঘৃণা জানাই। আপনি বিচার করতে জানেন না। আপনার স্ত্রী সম্পর্কে যে ভাই কটূক্তি করে, এসবে আমার দুঃখ লাগে। আপনি কন্ট্রোল করতে না পারলে আমাকে এক দিনের জন্য দিন। আপনার ভাইকে পিচঢালা রাস্তার ওপর দিয়ে চেচিয়ে চেচিয়ে আনব। আপনার কারণে আমাদের অনেকের মুখ বন্ধ। কাদের ভাই, নোয়াখালী আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচান। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন। যে ক্ষতি আওয়ামী লীগ পুষিয়ে নিতে অনেক কষ্ট হবে। নোয়াখালীর কয়েকজন সুবিধাবাদী মানুষের কাছে ছাড়া বাকি বেশির ভাগ মানুষের কাছে আপনি ঘৃণীত লোক। নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুকে আমি ফোন দিয়ে কিছু আজেবাজে কথা বলেছি। সে আমার ছোটবেলার বন্ধু। এসব কথা বলার কারণে আমার স্ত্রী আমাকে বলেছে, আমার চেহারা দেখার থেকে মৃত্যুর চেহারা দেখা অনেক ভালো। এতে আমি খুবই ব্যথিত হয়েছি।
আজ (১০ মার্চ) বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে উদ্দেশ করে একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি বলেছি রাজাকার পরিবারের সন্তান। এতে করে আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস বদলানো যাবে না। আপনার বাবা ৩ জন মুক্তিবাহিনীর সদস্যকে চেনে না বলায় পাঞ্জাবিরা গুলি করে মেরে ফেলেছে। মির্জা নিজেও বলেছে তার বাবা ও জেঠা রাজাকার ছিল। যুদ্ধের সময় মানুষের গাভি চুরি করে নিয়েছে। অথচ আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। আজ বিকেলে আমার হার্টের অপারেশন। তাই বাঁচতেও পারি, মরে যেতেও পারি। মনের আবেগ থেকে কিছু কথা বলেছি। যদি বেঁচে ফিরি তাহলে আমার সদর-সুবর্ণচরের মানুষের সেবা করে যাব। আর যদি মরে যাই, তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী নোয়াখালী সদর