| |
               

মূল পাতা সারাদেশ মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী


মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী


রহমত ডেস্ক     09 March, 2022     07:18 PM    


সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের প্রতিরোধ করতে বিভিন্ন উৎসবের মাধ্যমে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। মুজিব বর্ষে সারাদেশের ৪৯৫টি উপজেলায় সাংস্কৃতিক উৎসব হয়েছে। আমরা প্রত্যন্ত এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারের জন্য কাজ করে যাচ্ছি।

আজ (৯ মার্চ) বুধবার দুপুরে নব-নির্মিত রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, শাহনাজ বেগম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংষ্কৃতিক সংগঠক বিপ্লব প্রসাদ, রাজ্জাক মুরাদ, মেরিনা লাভলী, আশরাফুল আলম আল আমিনসহ অন্যরা।

রংপুর শিল্পকলা একাডমি নির্মাণে নিম্নমানের কাজের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, কিছু নির্মাণ ত্রুটি সারানো হয়েছে। বাকি ত্রুটি সারাতে কাজ চলছে। এছাড়া শিল্পকলা একাডেমির সাউন্ড সিস্টেমেও সমস্যা রয়েছে। সাংস্কৃতিক চর্চায় রংপুর অঞ্চল অনেক সমৃদ্ধ এলাকা। তাই এ জেলার মানুষদের দীর্ঘদিনের চাওয়া অত্যাধুনিক শিল্পকলা একাডেমি নির্মাণ করা হয়েছে। রংপুর অঞ্চলের ভাওয়াইয়া চর্চা বৃদ্ধি, গবেষণা ও সারাদেশে ভাওয়াইয়ার সুর পৌছে দিতে প্রতি বছর কুড়িগ্রামে ভাওয়াইয়া উৎসব হচ্ছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর রংপুর রংপুর সদর