রহমত ডেস্ক 08 March, 2022 06:07 PM
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শিবিরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কুতুপালং সংলগ্ন মধুরছড়া ৫ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে।
মধুরছড়া ক্যাম্পের রোহিঙ্গা নেতা (মাঝি) ডা. ফয়সাল আনোয়ার এ তথ্য জানিয়েছেন।
এদিকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, আগুনের খবর পেয়ে কক্সবাজার, উখিয়া ও রামু ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীরা সহায়তা করছে।
তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এ ব্যাপারে এখনো বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্টরা।