| |
               

মূল পাতা জাতীয় এলাকাভিত্তিক পানির দাম বাড়াবে ঢাকা ওয়াসা


এলাকাভিত্তিক পানির দাম বাড়াবে ঢাকা ওয়াসা


রহমত ডেস্ক     07 March, 2022     08:02 AM    


এলাকাভিত্তিক পানির দাম বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে গবেষণার জন্য আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যা উৎপাদন খরচ, তার চেয়ে অনেক কম দামে পানি পাচ্ছে ঢাকাবাসী। এজন্য প্রতি ১ হাজার লিটার পানিতে সরকার ভর্তুকি দিচ্ছে ১০ টাকা। এসব কারণ দেখিয়ে ১৯৯৬ সালের ওয়াসা আইন দ্বারা ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা।

এবার এলাকাভিত্তিক বাড়ছে পানির দাম। নতুন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে গবেষণা করছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড।

ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান জানিয়েছেন, এলাকাভিত্তিক গ্রাহকদের আয়-ব্যয় এবং পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে পানির দাম নির্ধারণের পক্ষে তারা। 

তিনি আরো জানান, এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণে পাইলট প্রকল্প হিসেবে আপাতত ঢাকায় ২টি জোন নিয়ে পরিকল্পনা হচ্ছে।

ওয়াটার এইড জানায়, গত চার বার পানির দাম বাড়াতে ২০১৮ সালের বাংলাদেশ পানি বিধিমালার শতপূরণ হয়নি। এবার জাতীয় পানি নীতি অনুসরণ করে, গ্রাহকদের আয়-ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে পানির দাম নির্ধারণের সুপারিশ করবেন তারা। তবে ভোক্তারা মনে করেন, নতুন কৌশলে পানি দাম বাড়ানো, গণবিরোধী সিদ্ধান্ত।

বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি এক হাজার লিটার পানির দাম দিতে হয় ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে বর্তমানে পানির দাম ৪২ টাকা। তবে নতুন প্রস্তাবে ব্যক্তি পর্যায়ে দাম যাই হোক নিন্ম শ্রেণির মানুষদের ভর্তুকি দিয়ে পানি সরবরাহের পক্ষে ওয়াটার এইড বাংলাদেশ।

-নিউজ২৪