মফস্বল ডেস্ক 06 March, 2022 09:09 PM
বোতলের গায়ে লেখা মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। এমন অপরাধে নওগাঁয় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।।
রোববার (৬ মার্চ) দুপুরে নওগাঁর নিযামতপুর উপজেলার পুরাতন বাজার এলাকায় জুনাইদ স্টোরের ব্যবসায়ীকে এই জরিমানা করা হয়। এ ছাড়াও বোতল তেল খুলে বাজারে বেশি দামে বিক্রির অপরাধে একই ব্যবসায়ীকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, সারাদেশে তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেলের দামের ঊর্ধ্বগতির বিষয়টি পুঁজি করে ফায়দা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় বাজার মনিটরিং অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জুনাইদ স্টোরকে জরিমানা করা হয়েছে।