| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব অবশেষে মিডিয়ার সামনে আফগান স্বরাষ্টমন্ত্রী হক্কানি (ভিডিও)


অবশেষে মিডিয়ার সামনে আফগান স্বরাষ্টমন্ত্রী হক্কানি (ভিডিও)


মুসলিম বিশ্ব ডেস্ক     05 March, 2022     06:05 PM    


ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন -এফবিআইয়ের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড তিনি৷ মাথার দাম ১০ মিলিয়ন ডলার৷ সেই মানুষটাকে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসায় তালেবান সরকার৷ তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের সময় থেকেই অন্তরালে ছিলেন তিনি৷ এমনকি স্বরাষ্টমন্ত্রী হওয়ার পরেও তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি কখনো৷ আজ (৫ মার্চ) শনিবার প্রথম তাঁকে দেখা গেল মিডিয়ার ক্যামেরার সামনে৷ এদিন আফগান পুলিশের একটি অনুষ্ঠানে হাজির হন তিনি৷

অনুষ্ঠানে পুলিশকে স্বরাষ্টমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি মনে করিয়ে দেন, দক্ষতার সাথে মানুষের সঙ্গে মিশতে হবে৷ দেশের সব নাগরিক তালেবান জমানায় সুরক্ষিত৷ সেই সঙ্গে তালেবানের ভয়ে দেশ ছাড়া নাগরিকদেরও আফগানিস্তানে ফিরে আসার আহ্বান জানান তিনি৷ দেশত্যাগীদের আশ্বস্ত করে তিনি বলেন, আফগানিস্তানে ফিরে আসার পর কাউকেই তালেবানদের পক্ষ থেকে হুমকির মুখে পড়তে হবে না৷

 

মার্কিন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী, সিরাজুদ্দিন হলেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান৷ কী এই হাক্কানি নেটওয়ার্ক? কথিত নাশকতামূলক কাজে তালেবান এবং আল কায়েদার জন্য অর্থ সংগ্রহের মূল দায়িত্ব রয়েছে হাক্কানি নেটওয়ার্কের উপর৷ নর্থ ওয়াজিরিস্তান, কাবুল, পূর্ব আফগানিস্তান এবং পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়া এই নেটওয়ার্ক একাধিক হাই প্রোফাইল হামলার সঙ্গেও জড়িত৷ যার অন্যতম কাবুল ইন্টারন্যাশনাল হোটেলে হামলা ও কাবুলে ভারতীয় এবং মার্কিন দূতাবাসের সামনে আত্মঘাতী বিস্ফোরণ৷ তালেবান ও আল কায়েদাকে মদদ করায় ২০১২ সালে সিরাজুদ্দিন হাক্কানিকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়৷  ২০২১ সালের অগস্টে কাবুলের পতনের পর এবং আমেরিকার আপত্তি উড়িয়ে তালেবান সরকার সেই সিরাজুদ্দিনের হাক্কানি নেটওয়ার্কের হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব তুলে দেয়৷ যদিও তালেবান নেতৃবৃন্দ তালেবানের মধ্যে হক্কানী নেটওয়ার্ক নামে আলাদা কোন গোষ্ঠীর অস্তিত্ব বরাবরই অস্বীকার করে আসছে।