| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হবে: শিক্ষামন্ত্রী


চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হবে: শিক্ষামন্ত্রী


রহমত ডেস্ক     04 March, 2022     03:19 PM    


চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । তিনি বলেন, আমরা আশা করছি চলতি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে সশরীরে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। যারা ক্লাসে আসতে পারছে না, প্রয়োজন হলে সে সব শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেব। সরকার সম্মিলিত শিক্ষাব্যবস্থা নিয়ে একটি জাতীয় নীতিমালা তৈরি করছে বলেও জানান তিনি।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীতে ‘স্টাডি ইন ইন্ডিয়া- এডুকেশন ফেয়ার ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মেডিকেলের ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পরীক্ষাও ওই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিত। ‘আমি বিএমডিসির প্রধান ও স্বাস্থ্য শিক্ষা সচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা আমাকে বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।’ প্রয়োজনে আবারও তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল।  এক মাস পর (২২ ফেব্রুয়ারি) প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।