রহমত ডেস্ক 01 March, 2022 10:54 PM
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বেসরকারি খাতের ব্যাপক অংশগ্রহণ ও দক্ষতার কারণে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে। দীর্ঘসময় ধরে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। করোনা মহামারিতে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে গেলেও এখন তা পুনরুদ্ধার হচ্ছে। মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিবহণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, ট্রেড ফ্যাসিলিটি সিস্টেম, গ্লোবাল ভ্যালু চেইন ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করছে। এরই মধ্যে দেশের বড় সাফল্য দারিদ্র্য নিরসন। সম্পদের সুষম বণ্টনের উদ্যোগ চলছে। আমাদের গড় আয়ু বেড়েছে। করোনা পরিস্থিতিতে সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ফলে রপ্তানি খাত দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে।
আজ (১ মার্চ) মঙ্গলবার পলিসি রিসার্স ইনস্টিটিউট-পিআরআই ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে ‘বুস্টিং বাংলাদেশ ট্রেড কমপিটিটিভনেস’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিআরআই চেয়ারম্যাণ জাইদী সাত্তারের সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রহমান, সাবেক বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এবং পিআরআইএর গবেষণা পরিচালক ড. আবদুর রাজ্জাক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ড. নোরা ডিহেল এবং ড. ক্যাসিলা ল্যাকটোস।