| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের নেগরান মুমতাহিন নিয়ােগপত্র বিতরণ কার্যক্রম শুরু


বেফাকের নেগরান মুমতাহিন নিয়ােগপত্র বিতরণ কার্যক্রম শুরু


রহমত ডেস্ক     01 March, 2022     10:12 PM    


বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান মুমতাহিন নিয়ােগপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকভুক্ত সকল মাদরাসার মুহতামিমবৃন্দকে জানানাে যাচ্ছে যে, বেফাকের আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান মুমতাহিন নিয়ােগপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আগামী ০৩/০৩/২০২২ঈ. রােজ বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেক মারকাযে পৌছে যাবে। প্রত্যেক মাদরাসা নিজ নিজ মারকাযে যােগাযােগ করে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আগামী (৯ মার্চ) বুধবার থেকে শুরু হয়ে শুক্রবারসহ ৮দিন ব্যাপী পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে ১১ মার্চ শুক্রবার পরীক্ষা সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হবে।

May be an image of text