বেলায়েত হুসাইন 28 February, 2022 07:50 AM
পাঁচ দিনের ইলমী সফরে বাংলাদেশে আসছেন ভারতের বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উলুমুল হাদিস (উচ্চতর হাদিস গবেষণা) বিভাগের প্রধান মুফতী আব্দুল্লাহ মারুফী।
আগামী শুক্রবার (৪ মার্চ) তিনি বাংলাদেশে পৌঁছাবেন। সফরে বর্ষিয়ান এ আলেমদীন দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ইলমী ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন।
মুফতী আব্দুল্লাহ মারুফীর বিশেষ শাগরিদ ও রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী রহমত টোয়েন্টেফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ দিনের সফর শেষে আগামী ৮ মার্চ মুফতী আব্দুল্লাহ মারুফী বাংলাদেশ ত্যাগ করবেন।
মুফতী আব্দুল্লাহ মারুফী আগামী ৪ মার্চ শুক্রবার সকাল ১১টায় ব্রাক্ষ্মণবাড়িয়ার আন নূর একাডেমি বিজয়নগরে সংক্ষিপ্ত দোআ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন। বাদ এশা কিশোরগঞ্জের তাড়াইল বেলংকা ইসলাহী ইজতেমায় বয়ান করবেন।
৫ মার্চ সকাল ৯টায় রাজাধানীর বারিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া নুরেরচালায় সংক্ষিপ্ত বয়ান বয়ান করে বেলা ১১টায় মিরপুর-১৪-এর জামিউল উলুম মাদরাসায় সংক্ষিপ্ত বয়ান করবেন। এরপর দুপুর ১২টায় মিরপুর-১৩-এর দারুল উলুম ঢাকার ইলমী সেমিনারে যোগ দিবেন। বাদ জোহর মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকায় ইলমী মুযাকারার অংশগ্রহণ করবেন। বাদ আসর জামিয়া রহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুরে মুখতাসার বয়ান করবেন। বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া লালমাটিয়া, মোহাম্মদপুর ঢাকায় ইলমী মুযাকারা করবেন। বাদ এশা রায়েরবাজারের মাদরাসাতুস সাহাবায় রা: খতমে বুখারীতে যোগদান করবেন।
৬ মার্চ সকাল ৮টায় জামিয়া আজমিয়া বনশ্রী, রামপুরা-ঢাকায় সংক্ষিপ্ত বয়ান করবেন। সকাল সাড়ে ১০টায় জামিয়া আফতাব নগরে বয়ান, দুপুর ১২টায় ইলমী মুযাকারা এবং বাদ জোহর জামিয়া ইদারাতুল উলুম আফতাব নগরে আপ্যায়ন এবং বাদ মাগরিব কাজলা জামে মসজিদে মুখতাসার বয়ান করবেন। এরপর বাদ এশা মাকতাবাতুল আযহার থেকে প্রকাশিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন করবেন।
৭ মার্চ সকাল ৮টায় মহাখালী মুফতী জাফর আহমাদ সাহেবের মাদরাসায় ওলামা-তলাবাদের উদ্দেশে বয়ান করে সকাল ১০টা থেকে জামিআ ইকরায় দুপুর পর্যন্ত ইলমী মজলিসে অংশগ্রহণ করবেন। বাদ মাগরিব ভাষানটেক মাদরাসা মিরপুরে খতমে বুখারীতে যোগদান করবেন।
৮ মার্চ সিলেটের গওহরপুর মাদরাসা ও আরো বেশ কয়েকটি মাদরাসার প্রোগ্রামে যোগদানের মাধ্যমে শেষ হবে মুফতী আব্দুল্লাহ মারুফীর সংক্ষিপ্ত সফর ।