| |
               

মূল পাতা জাতীয় ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন নির্বাচন কমিশন


ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন নির্বাচন কমিশন


রহমত ডেস্ক     28 February, 2022     01:23 PM    


দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই নির্বাচন কমিশন-ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নতুন প্রধান নির্বাচন কমিশন-সিইসি ও চার নির্বাচন কমিশনার-ইসি। আজ (২৮ ফেব্রুয়ারি) সোমবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের কনফারেন্সে রুমে এই বৈঠক শুরু হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন। এ কক্ষে বসেই আগামী পাঁচ বছরের নানা নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনা করবেন তিনি।

এসময় নতুন কমিশনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এরপর বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। পরে ইসির কর্মকর্তারা কমিশনের কার্যক্রম বিষয়ে নতুন কমিশনকে অবহিত করেন। এসময় সিইসি সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বৈঠকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে নির্বাচন ভবনে আসেন নতুন সিইসিসহ কমিশনাররা। পরে ইসি কর্মকর্তারা তাদের ফুলের শুভেচ্ছা জানান।