| |
               

মূল পাতা জাতীয় করোনাকালে ডিএমপি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে : আইজিপি


করোনাকালে ডিএমপি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে : আইজিপি


রহমত ডেস্ক     27 February, 2022     08:58 AM    


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন,  বিশ্বের অন্যতম জনবহুল নগর ঢাকার নাগরিকদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ঢাকা কেন্দ্রিক। এ শহরকে কেন্দ্র করেই আমাদের উন্নয়নের অভিযাত্রা। এ অভিযাত্রা নিশ্চিত করতে হলে এ শহরকে নিরাপদ রাখতে হবে। ডিএমপি দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ করে করোনাকালে ডিএমপি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনে ডিএমপির আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, দেশের সেবা ও জনগণের নিরাপত্তা দেওয়া বাংলাদেশ পুলিশের মূল দায়িত্ব। রাজধানী ঢাকার জনগণের নিরাপত্তা এবং এ শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাতে ডিএমপি দায়িত্ব পালন করছে। সুদীর্ঘ পথ পরিক্রমায় ডিএমপি অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেছে।

ডিএমপি আগামী দিনগুলোতেও তাদের দায়িত্ব-কর্তব্যের মধ্য দিয়েই নগরীর মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবেন বলে আইজিপি প্রত্যাশা করেন।