মূল পাতা আরো তথ্য প্রযুক্তি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর ফেসবুকের বিধিনিষেধ
রহমত ডেস্ক 26 February, 2022 03:57 PM
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাদের সঙ্গে দেশটির নিরাপত্তাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। এমন থমথমে পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের ফলে মস্কো আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ফেসবুক থেকে কোনো আয় করতে পারবে না।
স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকের নিরাপত্তাবিষয়ক পলিসি প্রধান নাথানিয়েল গ্লিচার এক টুইট বার্তায় জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টিতে কোনো সংবাদ সংক্রান্ত বিজ্ঞাপন থেকে আয় করতে পারবে না মস্কো। ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ফেসবুক একটি বিশেষ অপারেশন সেন্টার স্থাপন করেছে বলেও জানান তিনি।
Ordinary Russians are using @Meta's apps to express themselves and organize for action. We want them to continue to make their voices heard, share what’s happening, and organize through Facebook, Instagram, WhatsApp and Messenger. pic.twitter.com/FjTovgslCe
— Nick Clegg (@nickclegg) February 25, 2022
মেটা জানিয়েছে যে, কনটেন্টের ফ্যাক্ট চেকিং করার ক্ষেত্রে বাধা দেওয়ার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কখনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে মস্কোর বিরুদ্ধে।
মেটা প্রধান নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার কর্তৃপক্ষ চারটি রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া সংস্থার ফেসবুকে পোস্ট করা বিষয়বস্তুর ফ্যাক্ট চেকিং বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিষয়টি তারা প্রত্যাখ্যান করেছেন। রাশিয়ার মিডিয়া নিয়ন্ত্রকের পক্ষ থেকে আমেরিকান টেক জায়ান্টটি রাশিয়ার নাগরিকদের সহিংসতার বিষয়টি সেন্সর করছে এমন অভিযোগ এনে প্রবেশাধিকার সীমিত করার নির্দেশ দিয়েছিল দেশটি।