রহমত ডেস্ক 25 February, 2022 08:05 PM
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগ বড় দল। তৃণমূলে আমাদের নেতা-কর্মীদের অভাব নেই। আজকে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের মোকাবিলায় তৃণমূলকে প্রকৃত অর্থে শক্তিশালীর করার বিকল্প নেই। তৃণমূলকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করা হবে।
আজ (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে রাজধানীর মাতুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আ‘লীগের ৬৫নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আ‘লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।
মাতুয়াইল ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাজী মনিরুল ইসলাম মনু এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আ‘লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মিসবাহুর রহমান ভূইয়া রতন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমূখ ।
নাছিম বলেন, বিএনপি সব সময় চায় দেশের গণতন্ত্র বিপন্ন হোক। এজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় হতাশা ছড়িয়ে বেড়ান। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক তারা তা চায় না। এটা ধারাবাহিকভাবে তাদের অভ্যাসে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী হবে। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের যেভাবে করে দিবেন আ’লীগ স্বাগত জানাবে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রয়োজন নির্বাচন। আর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশন। সুতরাং সে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা, শ্রদ্ধা থাকতে হবে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা যাত্রাবাড়ী