রহমত ডেস্ক 21 February, 2022 08:26 PM
তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন শায়খুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির পৌত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দ-একাংশের সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম মাওলানা মাহমুদ আসআদ মাদানী। আজ (২১ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যা ৬টার পর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী কর্তৃক তাঁকে স্বাগত জানানো হয়।
বাংলাদেশে তাঁর সফরসূচি সম্পর্কে বাংলাদেশে জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, মাওলানা মাহমুদ আসআদ মাদানী মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মাওলানা ইয়াহয়া মাহমুদ পরিচালিত জামিয়া আযমিয়া দারুল উলূম বনশ্রীর খতমে বুখারী মাহফিলে যোগদান করবেন। একই দিন বাদ মাগরিব জামিআ ইকরা বাংলাদেশে শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বিশ্ববিখ্যাত ‘নকশে হায়াত’ গ্রন্থের বাংলা অনুবাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগদান করবেন। পরে জামিআ ইকরার খতমে বুখারী অনুষ্ঠানেও অংশ নেবেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী।
তিনি আরো বলেন, বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী বিমানযোগে সিলেট গমন করবেন। সেখানে দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার মাহফিলে যোগদান করে সেদিন রাতেই পুনরায় ঢাকা ফিরবেন তিনি। পরদিন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা করবেন জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী।তবে বিমানের শিডিউল পরিবর্তনের কারণে পূর্বনির্ধারিত কিছু প্রোগ্রামে রদবদল হতে পারে।