| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ২৮ শা'বান বেফাকের ২০ দিন দরসিয়াত শিক্ষক প্রশিক্ষণ শুরু


২৮ শা'বান বেফাকের ২০ দিন দরসিয়াত শিক্ষক প্রশিক্ষণ শুরু


জামিল আহমদ     20 February, 2022     04:02 PM    


বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ২০ দিন দরসিয়াত শিক্ষক প্রশিক্ষণ ঢাকা জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানীনগরে আগামী ২৮ শা'বান হতে ১৮ রমজান ১৪৪৩ হিজরী পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে বেফাক থেকে সনদ প্রদান ও খেদমতের ব্যবস্থা করা হয়। এতে ভর্তি ফি ১০০০/- (এক হাজার টাকা মাত্র) খানা : ২০০০/-  (দুই হাজার টাকা মাত্র)।

এতে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দিবেন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, বেফাকের প্রশিক্ষক মাওলানা শিব্বীর আহমদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরের শায়খুল হাদিস মুফতী মনসুরুল হক, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস মুফতী কেফাতুল্লাহ, শায়খ যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ,জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের মুহাদ্দিস মাওলানা শেখ আজীমুদ্দীন, জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রবাড়ীর মুহাদ্দিস মাওলানা হেমায়েত উদ্দীন, শায়েস্তাগঞ্জ মাদরাসায়ে নূরে মাদিনার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানীনগরের মুহাদ্দিস মাওলানা ফয়জুল্লাহ, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দীন ফারুকী,বেফাকের প্রশিক্ষক মাওলানা শহীদুল্লাহ আড়াইহাজারী।


বেফাকের কার্যক্রম ও শিক্ষকের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ দিবেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।


আদর্শ শিক্ষক ও অনুবাদ রীতি বিষয়ক প্রশিক্ষণ দিবেন বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের।


নাহব ও তারবিয়াত বিষয়ক প্রশিক্ষণ দিবেন বেফাকের প্রশিক্ষক মাওলানা শিব্বীর আহমদ চরমটুয়া, নোয়াখালী।


তাযকিয়া বিষয়ক প্রশিক্ষণ দিবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরের শায়খুল হাদিস মুফতী মনসুরুল হক।


ফিকহী কিতাব পাঠদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ দিবেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস মুফতী কেফাতুল্লাহ।


উসূলে ফিকাহ পাঠদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ দিবেন শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ।


ছরফ, উর্দূ ও ফার্সী কিতাব পাঠদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ দিবেন জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের মুহাদ্দিস মাওলানা শেখ আজীমুদ্দীন।


তরজমা ও তাফসীর পাঠদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ দিবেন জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রবাড়ীর মুহাদ্দিস মাওলানা হেমায়েত উদ্দীন।


কওমী মাদরাসার ইতিহাস ঐহিত্য ও অবদান বিষয়ক প্রশিক্ষণ দিবেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী।


আর্দশ ছাত্র ও তারবিয়াত বিষয়ক প্রশিক্ষণ দিবেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানীনগরের মুহাদ্দিস মাওলানা ফয়জুল্লাহ।


আরবী সাহিত্য ও আরবী ভাষা শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিবেন মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দীন ফারুকী।


আরবী বাংলা ইনশা বিষয়ক প্রশিক্ষণ দিবেন বেফাকের প্রশিক্ষক মাওলানা শহীদুল্লাহ আড়াইহাজারী।


ব্যবস্থাপনায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগ। যোগাযোগ : ০১৮১৪৪৪১৫৮৪