| |
               

মূল পাতা জাতীয় শাহজালাল বিমানবন্দরে মশা নিধনে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ


শাহজালাল বিমানবন্দরে মশা নিধনে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ


রহমত ডেস্ক     20 February, 2022     07:38 AM    


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বলেছেন আদালত।

রবিবার (২০ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজিবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

মশার কামড়ে অতিষ্ঠ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী ও যাত্রীরা। কয়েল জ্বালিয়েও মশা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তাই শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মশা নিয়ন্ত্রণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বলেছেন আদালত।