সুলতান মহিউদ্দীন 20 February, 2022 05:58 PM
ভাষা শহীদের বিদেহী আত্মাগুলো
রফিক সালাম জব্বারদের অগ্নিঝড়া প্রাণ গুলো
যদি একবার কথা বলিবার পারিতো
বেদনাহত কন্ঠে হতো উচ্চারিত
ওগো তোমাদের পায়ে ধরি
তোমরা আর বলো না ফেব্রুয়ারি
বলো ফাল্গুন ফাল্গুন ফাল্গুন
সুখে বড়বে হৃদয়কোণ।যে ভাষার লাগি মোরা দিলাম প্রাণ
সে ভাষার আজ একি অপমান!
তোরণ, শিরোনামে ফেব্রুয়ারি ঝলমল করে
তারই নীচে ফাল্গুন চাপা পড়ে মরে
ওগো তোমাদের পায়ে ধরি
তোমরা আর বলো না ফেব্রুয়ারি
বলো ফাল্গুন ফাল্গুন ফাল্গুন
সুখে বড়বে হৃদয়কোণ।