রহমত ডেস্ক 18 February, 2022 08:25 PM
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপর গেস্টরুম নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ জাকির বিল্লাহ এবং সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন এই আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তার ধারক ও বাহক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ক্ষমতাসীন ছাত্র সংগঠন কতৃক জোরপূর্বক সাধারণ শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সভা-সমাবেশে অংশগ্রহণ করতে বাধ্য করা, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে প্রতিদিন গেস্টরুমে ডেকে নিয়ে 'ম্যানার' শিখানোর নামে শারীরিক ও মানসিক নির্যাতন, সিনিয়র ছাত্রদের সাথে কথা বলার অপরাধে(!) শারীরিক নির্যাতন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। গত মঙ্গলবারও স্যার এ এফ রহমান হলের শান্তি ও সংঘর্ষ বিভাগে অধ্যায়নরত প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর সাথে কথা বলার কারণে হল শাখা ছাত্রলীগের এক কর্মী শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়েছে। এছাড়াও গণমাধ্যমে বিভিন্ন সময়ে এ ধরনের ঘটনার খবর উঠে এসেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দেখেও না দেখার ভান করে আছে।
খেলাফত ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের গেস্টরুম নির্যাতনের বিভীষিকা বন্ধ এবং অঘোষিতভাবে ছাত্র সংগঠন কতৃক সিট বণ্টনের পরিবর্তে হল প্রশাসন কর্তৃক মেধার ভিত্তিতে সিট বরাদ্ধ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক সমস্যা নিরসনসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।