রহমত ডেস্ক 18 February, 2022 11:04 AM
কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় ৫ জন সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। আহত ২ জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের তুথবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
ওসি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।