| |
               

মূল পাতা আন্তর্জাতিক হিজাব বিরোধী তৎপরতার প্রতিবাদে ইরানে ভারত দূতাবাসের সামনে বিক্ষোভ


হিজাব বিরোধী তৎপরতার প্রতিবাদে ইরানে ভারত দূতাবাসের সামনে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক     17 February, 2022     04:36 PM    


ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইরানি ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে ভারত দূতাবাসের সামনে শত শত ছাত্র-ছাত্রী সমবেত হয়ে হিজাব বিরোধী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে শ্লোগান দেন।

তারা এ ধরণের বিদ্বেষী আচরণ বন্ধের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তাদের হাতে হিজাবের সমর্থনে লেখা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিরোধী তৎপরতার মোকাবেলায় সোচ্চার  হতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

এর আগে গত বুধবার ভারতের হিজাব পরিহিতা ছাত্রীদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরানের ছাত্র সংগঠনগুলো। এই বিবৃতিতে ভারতের কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদ জানানো হয়েছে। ইরানের সব বড় সংগঠন এই বিবৃতিতে সই করেছে।

-পার্সটুডে