রহমত ডেস্ক 15 February, 2022 07:41 PM
কাদিয়ানীদের আয়োজিত ৬৯টি ভাষায় অনুদিত পবিত্র কোরআন প্রদর্শনী ও বকশীবাজারের কাদিয়ানীদের কেন্দ্রীয় জামে মসজিদ দেখে মুগ্ধ ও অভিভূত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার মি. রবার্ট চ্যাটারটন ডিকসন।
আজ (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ঢাকার বকশীবাজারের আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শনে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্য হাই কমিশনের রাজনৈতিক শাখার প্রধান মি. টম বার্গ। আহমদীয়া মুসলিম জামাতের পক্ষ থেকে ন্যাশনাল আমীর মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী, অধ্যাপক মীর মোবাশ্বের আলী এবং প্রেস ও মিডিয়া বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী তাদের স্বাগত জানান।
ন্যাশনাল আমীর তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নে সকল ধর্ম ও মতাদর্শের অনুসারীদের অবদান রয়েছে , সেকারণে দেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি আর স্থিতিশীলতা একান্ত অপরিহার্য। আহমদীয়া মুসলিম জামাতের সঙ্গে প্রচলিত রাজনীতির কোনো সম্পর্ক নেই, তবে দেশের সুনাগরিক হিসেবে আহমদী মুসলমানরা সর্বদা দেশের কল্যাণে কাজ করে থাকেন। আহমদীরা ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন।
প্রেস ও মিডিয়া বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সব ধর্ম, মত ও পথের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন। এদেশের স্বাধীনতার ভিত্তি অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা। তাই ধর্মের ভিত্তিতে এদেশে কোনো বিভাজন হতে পারে না। এছাড়া অনুষ্ঠানের শুরুতে আহমদীয়া মুসলিম জামাতের পরিচিতি ও বিশ্বব্যাপী কার্যক্রমের উপর একটি প্রামাণ্য ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।