| |
               

মূল পাতা সারাদেশ মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিললো সাড়ে ১৯ হাজার ইয়াবা


মোটরসাইকেলের তেলের ট্যাংকে মিললো সাড়ে ১৯ হাজার ইয়াবা


রহমত ডেস্ক     14 February, 2022     10:17 AM    


ইয়াবা পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। মোটরসাইকেলের ট্যাংকে অভিনব কায়দায় ১৯ হাজার ৫০০ পিস লুকিয়ে রেখে ছিলেন তিনি। তার নাম তালিম উদ্দিন মুন্না (২৫)। চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড় হতে তাকে আটক করে ইয়াবাগুলো জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির ওসি জানান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের (ওসির) নেতৃত্বে সোমবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড়ে একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল থামিয়ে মুন্নাকে গ্রেফতার করা হয়। 

No description available.

গোয়েন্দা তথ্যে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে ভরা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ। পরে সাক্ষীদের সামনে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাংকি কেটে ৩০টি সরিষার তেলের বোতল বের করা হয়। প্রতিটি বোতলে ৬৫০ পিছ করে ১৯ হাজার ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট ছিলো।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।  এবং তার সাথে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম লোহাগাড়া