| |
               

মূল পাতা রাজনীতি একদলীয় শাসনব্যবস্থাই আওয়ামী লীগের কাছে গণতন্ত্র: খন্দকার মোশাররফ


একদলীয় শাসনব্যবস্থাই আওয়ামী লীগের কাছে গণতন্ত্র: খন্দকার মোশাররফ


রহমত ডেস্ক     11 February, 2022     02:15 PM    


বিএনপি গণতন্ত্র বোঝে না, নির্বাচন বোঝে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্য অসাড়, হাস্যকর মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একদলীয় শাসনব্যবস্থাই আওয়ামী লীগের কাছে গণতন্ত্র।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) প্রেসক্লাবে আয়োজিত ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত না, জনগণের জন্য কাজও করে না। শুধু বিএনপি না, সবাই গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। বাংলাদেশ বিশাল সঙ্কটের সম্মুখীন।

তিনি আরও বলেন, এক-এগারোর সরকারকে নিরাপদে পালিয়ে যেতে দেয়ার শর্তেই আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় বসানো হয়। বর্তমান সরকার গণতন্ত্রের সত্যিকারের সংজ্ঞা মানে না। জোর করে ক্ষমতায় থাকার জন্য একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিলো আওয়ামী লীগ।