মূল পাতা শিক্ষাঙ্গন সরাসরি : জামিয়া নূরিয়ার ২ দিনব্যাপী মাহফিল (ভিডিও)
জামিল আহমদ 10 February, 2022 07:28 PM
যুগশ্রেষ্ট বুর্যগ আমীরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত রাজধানীর ঢাকার জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচরের ২ দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল আজ (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাদ আসর শুরু হয়েছে। বাদ এশা বয়ান পেশ করছেন, জামিয়া নূরিয়ার মুহাদ্দিস মাওলানা মূসা বিন ইজহার। এর আগে বাদ মাগরিব বয়ান করেছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান নদভী। বাদ এশা বয়ান পেশ করেছেন, রাজধানী সাইন্সল্যাব বায়তুল মামুর জামে মসজিদের মাওলানা হাসান জামিল।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করছেন, হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা ও জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিম আমীরে শরীয়ত হাফেজ মাওলানা ক্বারী আতাউল্লাহ হাফেজ্জী। মাহফিলের প্রথম দিন বিগত দুই বছরের তাকমিল ফিল হাদিস, তাখাসসুস ফিল ফিকহী ওয়াল ইফতা ও হিফজুল কুরআন সমাপনী শিক্ষার্থীদের দস্তারে ফজীলত (সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে।
জামিয়া নূরিয়ার মুহাদ্দিস মাওলানা ইলিয়াস মাদারীপুরী, সিনিয়র শিক্ষক মুফতি সুলতান মুহিউদ্দিন ও মাওলানা আফম আকরাম হোসাইনের যৌথ পরিচলানায় আজে আরো বয়ান পেশ করবেন, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আবদুল বাসিত খান সিরাজী, সাইন্সল্যাব বায়তুল মামুর জামে মসজিদের মাওলানা হাসান জামিল, রহমতে আলম ইসলামী মিশনের প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক।
মাহফিলের বিগত বছরের আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরিক্ষায় মেধাস্থান অর্জনকারী ও মাদরাসার বার্ষিক পরীক্ষায় মেধাস্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হবে। দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্সের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, জামিয়া নূরিয়ার মুহাদ্দিস মাওলানা মূসা বিন ইজহার।